ঢাকা সোমবার, ১০ নভেম্বর ২০২৫

Motobad news

ভান্ডারিয়ায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ভান্ডারিয়ায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের ভান্ডারিয়ায় বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন  উপজেলা অডিটরিয়ামে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ, ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা,ওসি তদন্ত মো. মেহেদী হাসান, পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, ধাওয়া ইউপি চেয়ারম্যান মো.সিদ্দিকুর রহমান টুলু, গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না, নদমুলা ইউপি চেয়ারম্যান মো. মেজবা উদ্দিন আরিফ জোমাদ্দার, তেলিখালী ইউপি চেয়ারম্যান মো. শামসুউদ্দিন হাওলাদার প্রমুখ।

সভায়  কোভিড-১৯এর নতুন ভেরিয়েন্ট ওমিক্রন থেকে সতর্ক থাকতে স্বাস্থ্যবিধি মানা সহ সরকারি নির্দেশনা মানার উপর গুরুত্ব আরোপ করা হয়। এ ছাড়াও চলতি শীত মৌসুমে শীতের তীব্রতা বাড়ায় চুরি, ডাকাতি বাড়তে পারে এমন আশংকায় প্রশাসনকে সহযোগীতা করার জন্য পৌর শহর সহ উপজেলার বাকি ইউনিয়ন গুলোতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নের্তৃবৃন্দ সহ সকলের প্রতি আহবান জানানো হয়।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন