ঢাকা সোমবার, ১৪ জুলাই ২০২৫

Motobad news

কলাপাড়া পৌরসভার কাউন্সিলর তারেকুজ্জামান তারেক’র মায়ের দাফন সম্পন্ন

কলাপাড়া পৌরসভার কাউন্সিলর তারেকুজ্জামান তারেক’র মায়ের দাফন সম্পন্ন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

কলাপাড়া পৌরসভার ১নং ওয়ার্ড এর কাউন্সিলর তারেকুজ্জামান তারেক এর মা হাসিনা বেগম (৬০) জানাজের নামাজায় মানুষের ঢল নেমেছে। শনিবার জোহর বাদ কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মহরুমের জানাজার নামাজ আদায় করেন।

মহরুমের নামাজে জানাজা শেষে পৌর শহরের এতিমখানা কবরস্থানে দাফন করা হয়।

এরআগে শনিবার সকাল সাড়ে ৬ টায় নিজ বাসায় কলাপাড়া পৌরসভার ১নং ওয়ার্ড এর কাউন্সিলর তারেকুজ্জামান তারেক এর মা হাসিনা বেগম (৬০) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, দুই মেয়েসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন।

এদিকে কলাপাড়া সাংবাদিক ফোরাম, অনলাইন নিউজপোর্টাল আপন নিউজ বিডি ডটকম পরিবার মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন