ঢাকা বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

Motobad news

ভান্ডারিয়ায় মাজেদা বেগমের মৃত্যু বার্ষিকী পালিত

 ভান্ডারিয়ায় মাজেদা বেগমের মৃত্যু বার্ষিকী পালিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভান্ডারিয়ায় রবিবার (১৬জানুয়ারি) শ্রদ্ধচিত্তে দৈনিক ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিমিেিটডের পরিচালক মন্ডলীর সাবেক চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার সহধর্মিণী মহীয়সী মাজেদা বেগমের ৩৫তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়। মরহুমার কণিষ্ঠ্য পুত্র সাবেক মন্ত্রী, জাতীয় পার্টি- জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র প্রতিষ্ঠিত ভান্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ ও মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয় পৃথক ভাবে পালন করা হয়।

এ উপলক্ষে মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে সকালে কলেজের দ্বাদশ বর্ষের প্রায় দের শতাধিক শিক্ষার্থী কোরআন খতম করেন। দুপুরে কলেজ মিলনায়তনে স্বশিক্ষিত মহীয়সী মাজেদা বেগমের কর্মময় জীবনের উপর এক আলোচনা সভায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু জাফরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কলেজের গভর্নিং বডির সদস্য,জাতীয় পার্টি- জেপির উপজেলা সিনিয়র যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, সদস্য মো.মহসিন মিয়া শাহিন, আব্দুস সালাম খোন্দকার, মো. কালাম হাওলাদার, কলেজের সহকারী অধ্যাপক খায়রুননাহার রুবী, হাসিনা বেগম, বিশ্বাস সাইদুর রহমান, আব্দুল হালিম হাওলাদার, প্রভাষক মো. নুরুল হক, মো. ওসমান গণি ও রেশমা আক্তার প্রমুখ।

পরে মরহুমার রুহের মাগ ফিরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত পরিচালনা করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু জাফর। এদিকে সকালে জাতীয় পার্টি- জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র প্রতিষ্ঠিত কলেজ সংলগ্ন মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের

শিক্ষক,কর্মচারী ও শিক্ষার্থীদের উদ্যোগে বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা,মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনির হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় পার্টি- জেপির উপজেলা সিনিয়র যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার। এছাড়াও বক্তব্য রাখেন,জেপি নেতা মো. সেন্টু মোল্লা,বিদ্যালয়ের শিক্ষক মো. আবুয়াল হোসেন ,প্রবীর কুমার হাওলাদার,বীনা রানী দাস,এমরান হোসেন জোমাদ্দার প্রমুখ।

 পরে মরহুমার রুহের মাগ ফিরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মো. ইউনুস আলী। পৃথক আলোচনা সভায় বক্তারা বলেন, দেশ স্বাধীনে জনমত গড়ার জন্য তার (মাজেদা বেগমের) স্বামী উপ- মহাদেশের প্রখ্যাত সাংবাদিক দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়াকে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে যে অনুপ্রেরণা যুগিয়েছেন সে বিষয়ে নতুন প্রজন্মের সকল শিক্ষার্থীর যানা প্রয়োজন। বক্তারা তাদের পৃথক বক্তব্যে এ সময় উপিস্থিত শিক্ষার্থীদের পুথিগত বিদ্যার পাশাপাশি স্বশিক্ষিত মহীয়সী মাজেদা বেগমের আদর্শে অনুপ্রাণীত হয়ে নিজেকে একজন প্রতিষ্ঠিত আদর্শ নারী হিসেবে তৈরী হয়ে সংসার বা দেশ সেবায় কাজ করার আহবান জানান।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন