ঢাকা সোমবার, ১৪ জুলাই ২০২৫

Motobad news

কলাপাড়ায় স্কুল ছাত্রীকে তুলে নেয়ার হুমকি, থানায় অভিযোগ

কলাপাড়ায় স্কুল ছাত্রীকে তুলে নেয়ার হুমকি, থানায় অভিযোগ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

কলাপাড়ায় ধুলাসার বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী মোসা. ফারজানা আক্তার স্কুলের যাওয়া-আসার সময় উত্যক্ত শান্ত হয়নি বখাটেরা। বাড়ি থেকে তুলে নেয়ার চেষ্টা ব্যর্থ তাহলে তাকে খুন-জখমের হুমকি দেয়া হয়েছে।

এঘটনা ঘটেছে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চরবালিয়াতলী গ্রামে।

আইনী সহযোগিতা পেতে ওই স্কুল ছাত্রীর বাবা মো. আলাউদ্দিন সিকদার রোববার (১৬ জানুয়ারি) কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

মো. আলাউদ্দিন সিকদার ওই অভিযোগে উল্লেখ করেন, আমার বড় মেয়ে এর সাথে পার্শ্ববর্তী উপজেলা আমতলীর সদর আমতলী ইউনিয়নের ছোট নীলগঞ্জ গ্রামের মো. রিফাত সিকদার (২২) এর ফুফাত ভাই মো. ফরিদ দুয়ারীর সাথে গত ৫ বছর পূর্বে বিবাহ হয়। বিবাহের এক বছর পর আমার মেয়ের বিবাহ বিচ্ছেদ হয়। ওই আত্মীয়তার সম্পর্ক জের ধরে আমার মেয়ের সাথে রিফাত সিকদারের পরিচয়। আমার মেয়ে স্কুলে যাওয়া আসার পথে বখাটে রিফাত তার বন্ধু-বান্ধব মোটরসাইকেল যোগে বাবলাতলা বাজারে এসে ফারজানা কে বিভিন্ন ধরনের কু-প্রস্তাব সহ প্রেম নিবেদন করে। প্রস্তাবে রাজি না থাকায় বখাটে রিফাত আমার মেয়ের ক্ষতি করার সুযোগ খুঁজতে থাকে।

তিনি আরও উল্লেখ করেন, আমার স্ত্রীর ব্যক্তিগত মোবাইল নাম্বারে ফোন দিয়ে আমার মেয়েকে বাজে প্রস্তাব দেয়। সর্বশেষ ১৪ জানুয়ারি শুক্রবার দুপুর আনুমানিক ২ টায় বখাটে রিফাত সিকদার আমার বাড়ির সামনে এসে আমার মেয়ের নাম ধরে ডাকাডাকি করে। আমার মেয়ে ফারজানা বাসার সামনে বের হলে আমার মেয়ের হাত ধরে টানাহেঁচড়া করে তুলে নেওয়ার চেষ্টা চালায়। আমরা প্রতিবাদ করলে পরবর্তীতে খুন-জখমের হুমকি প্রদান করে চলে যায়। বর্তমানে পরিবারটি তার মেয়েকে নিয়ে নিরাপত্তাহীন রয়েছে।

এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. আসাদুর রহমান বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন