ঢাকা বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

Motobad news

দুদকের মামলায় স্ত্রীসহ সাবেক সাংসদ আউয়ালের জামিন বাড়ল

দুদকের মামলায় স্ত্রীসহ সাবেক সাংসদ আউয়ালের জামিন বাড়ল
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল এবং তার স্ত্রী লায়লা পারভীনের জামিনের মেয়াদ পরবর্তী হাজিরার তারিখ আগামী ৩ মার্চ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

রবিবার (১৬ জানুয়ারী) সকাল ১১টায় বরিশালের বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রফিকুল ‍ইসলাম পরবর্তী হাজিরা পর্যন্ত জামিন আবেদন মঞ্জুর করেন।

আসামী পক্ষের ‍আইনজীবী অ্যাডভোকেট তালুকদার মোঃ ‍ইউনুস এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

প্রসংগত, ২০১৯ সালের ৩০ ডিসেম্বর দুদকের বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ে দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. আলী আকবর বাদী হয়ে আউয়ালের বিরুদ্ধে খাসজমিতে ভবন নির্মাণ, অর্পিত সম্পত্তি ও পুকুর দখলের অভিযোগে তিনটি মামলা করেন। একটি মামলায় আউয়ালের সঙ্গে তাঁর স্ত্রী পিরোজপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী লায়লা পারভীনকেও আসামি করা হয়।

২০০৮ ও ২০১৪ সালে পর পর দুইবার পিরোজপুর-১ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আউয়াল।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন