ঢাকা সোমবার, ১৪ জুলাই ২০২৫

Motobad news

সাত মণের শাপলা পাতা মাছ বিক্রি ১ লাখে

সাত মণের শাপলা পাতা মাছ বিক্রি ১ লাখে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

 


বরগুনায় গভীর সাগরে জেলের জালে ধরা পড়লো সাত মন ওজনের শাপলা পাতা মাছ। পরে মাছটি প্রতি কেজি বিক্রি করা হয় ১৬ হাজার টাকা করে।

সোমবার (১৬ জানুয়ারি) সকালে বৃহত্তম পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে এ মাছটি ক্রয় করেন পিরোজপুর মঠবাড়িয়া উপজেলার মো. সোহরাব হোসেন নামে একজন পাইকার।

এফবি মায়ের দোয়া ট্রলারের মাঝি মো. ওসমানের বরাত দিয়ে আড়তদার মো. টিপু খান জানান, গভীর সাগরে এফবি মায়ের দোয়া ট্রলারে অন্য মাছের সঙ্গে একটি শাপলা পাতা মাছ জালে ধরা পড়ে। পরে ওই মাছটি পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে এসে প্রকাশ্য নিলামে ডাকা হয়।

নিলামে সোহরাব হোসেন ১৬ হাজার টাকা কেজি দরে ১ লাখ ১২ হাজার টাকায় ক্রয় করেন মাছটি।


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন