গলাচিপায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ও তার পরিবারের উপর হামলার অভিযোগ


পটুয়াখালীর গলাচিপায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ও তার পরিবারের উপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। এসময় পুলিশ সদস্যের বাড়ি-ঘরও ভাংচুর করা হয়।
আজ সোমবার (১৭ জানুয়ারি) সকাল ৮ টার দিকে থানার বনানী সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। এবিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।
অভিযোগ সূত্রে জানা যায়, বনানী সড়ক এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আবদুল কাদেরের সাথে স্থানীয় সাইফুল ও পলাশের জমি নিয়ে বিরোধ দীর্ঘদিনের। বিষয়টি নিয়ে আবদুল কাদেরের পরিবারকে বিভিন্ন সময় হুমকি দিচ্ছিলেন প্রতিপক্ষরা। থানায় দেয়া অভিযোগপত্রে আবদুল কাদের উল্লেখ করেন, তার পারিবারিক গোরস্থানের উপর দিয়ে চলাচলের পথ বানিয়েছিলেন সহোদর সাইফুল ও পলাশের পরিবার। বারবার নিষেধ করা সত্ত্বেও তারা কর্ণপাত করছিলেন না।
এরই ধারাবাহিকতায় আজ সোমবার সকালে কর্মস্থল থেকে ছুটিতে বাড়ি ফেরা আবদুল কাদেরের ছোট ছেলে প্রতিপক্ষের পরিবারের সদস্যদের গোরস্থানের উপর দিয়ে চলাচলে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে সহোদর সাইফুল ও পলাশ ৮/১০ জন লোক নিয়ে তার উপর হামলা চালান। এসময় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আবদুল কাদের ছেলেকে বাঁচাতে এলে তার উপরও হামলা চালানো হয়। ভাংচুর করা হয় তাদের বাড়ি-ঘর। পরে ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে আহতদের উদ্ধার করে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা। অভিযোগপত্রে মো. সাইফুল ইসলাম, এনায়েত হোসেন পলাশ ও মো. রাসেলেকে অভিযুক্ত করা হয়েছে।
আবদুল কাদেরের ছেলে সুমন আহমেদ জানান, জমি নিয়ে বিরোধের জেরে এর আগেও আমাদের পরিবারের উপর হামলা চালিয়েছিল সহোদর সাইফুল ও পলাশ। সেসময় আমরা আইজিপি স্যারের দপ্তর বরাবর লিখিত অভিযোগ দিয়েছিলাম। অভিযোগের ভিত্তিতে ভবিষ্যতে হামলা না করার বিষয়ে তৎকালীন সার্কেল এসপি শাহেদ স্যারের কাছে লিখিত দেয় পলাশ ও সাইফুল। কিন্তু তারপরও আজ তারা আমার বাবা ও ভাইয়ের উপর হামলা চালিয়েছে। আমরা এবিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করছি।
এমবি
