ঢাকা বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

Motobad news

নাজিরপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে টিকা দেওয়ার প্রতিযোগিতা

নাজিরপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে টিকা দেওয়ার প্রতিযোগিতা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মিছিল কিংবা সমাবেশ নয়। এটি নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা কেন্দ্রের চিত্র। কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে টিকা দেওয়ার প্রতিযোগীতা। মনে হচ্ছে যেন কার আগে কে টিকা দিতে পারে সেই চিত্রই ফুটে উঠেছে এখানে। কয়েকদিন ধরে বিশৃঙ্খলা মধ্য দিয়ে স্বাস্থ্যবিধি না মেনে টিকা নেওয়ার মেলা চলছে।

মঙ্গলবার (১৮জানুয়ারী) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, স্বাস্থ্য বিধি না মেনেই বিদ্যালয়ের শিক্ষার্থীরা লাইনে না দাড়িয়ে করোনা টিকা নিচ্ছে। নেই কারো কারো মুখে মাস্ক, কেউ আবার শিক্ষার্থীদের অভিভাবক নিয়ে লাইনে দাড়িয়ে আছে। টিকা গ্রহন করবে বলে টিকার নেওয়ার টিকিট স্ব-স্ব বিদ্যালয়ের শিক্ষকদের কাছে হুমরি খেয়ে পড়ছে। তত্বাবধায়নে কোন পুলিশ না থাকলেও আছে কয়েকজন রেডক্রিসেন্ট সোসাইটির কর্মীরা।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ মো. ফজলে বারী জানান, ‘আমাকে বদলি করা হয়েছে শিবালয়ের মানিকগঞ্জে আমি প্রশাসনিক কাজে আপাতত একটু ব্যস্ত আছি।’

এ বিষয়ে নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ জানান, ‘টিকা দেওয়া নিয়ে বিশৃঙ্খলা সকালের প্রথম দিকে হয়েছিল আমি পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বর্তমানে  সুশৃঙ্খল ভাবে শিক্ষার্থীরা টিকা নিচ্ছে।’

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন