স্বামীর বয়স ৪২, স্ত্রীর ১০৩!


পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় স্বামীর থেকে স্ত্রী ৬১ বছরের বড় বলে জানা গেছে। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী স্বামী আব্দুল হাকিমের বয়স ৪২ বছর আর স্ত্রী সালমার বয়স ১০৩ বছর ১ মাস।
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌরসভার জগৎপট্টি ৭ নম্বর ওয়ার্ডের আব্দুল আজিজ মিয়ার ছেলে দিনমজুর আব্দুল হাকিম।
ওই দম্পতির দেওয়া তথ্য ও জাতীয় পরিচয় পত্র থেকে জানা গেছে, আব্দুল হাকিমের জন্ম ১৯৭৯ সালের ১৬ মার্চ। সে হিসেবে তার বয়স ৪২ বছর ৯ মাস ৩ দিন। অন্যদিকে সালমার জন্ম ১৯১৮ সালের ৫ ডিসেম্বর। সে হিসেবে সালমার বয়স ১০৩ বছর ১ মাস। ফলে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী স্ত্রী সালমা স্বামী আব্দুল হাকিমের থেকে ৬১ বছরের বড়।
গৃহবধূ সালমা বেগম জানান, ‘আমার বাবা-মার দেওয়া তথ্য মতে আমার জন্ম ১৯৮৮ সালের ৯ ডিসেম্বর। আমার বর্তমান বয়স ৩২ বছর ১ মাস। জাতীয় পরিচয়পত্রে এমন বেশি বয়স দেখে তা সংশোধনের জন্য উপজেলা নির্বাচন অফিসে গিয়েছিলাম। কিন্তু নির্বাচন অফিসের সদস্যরা বলেছে ৪ হাজার টাকা আর কিছু দিন সময় লাগবে’।
নেছারাবাদ উপজেলা নির্বাচন অফিসার মো. ইউসুফ হারুন জানান, ওই নারীকে পৌর মেয়রের একটি প্রত্যয়ন নিয়ে আবেদন করলে বয়স ঠিক করে দেওয়ার হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারেফ হোসেন জানান, কাগজ-পত্রের ত্রুটির কারণে এমন ঘটনা ঘটতে পারে। বিষয়টি যাতে সমাধান হয় সে ব্যবস্থা করা হবে।
এসএম
