ঢাকা বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

Motobad news

মঠবাড়িয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

 মঠবাড়িয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


পিরোজপুরের মঠবাড়িয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মিরাজ হোসেন হাওলাদার (৩০) নামের এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে। এ সময় মো. বেল্লাল হেসেন (২৫) নামের আর এক যুবক আহত হয়েছেন।

বুধবার (১৯ জানুয়ারি) রাতে উপজেলার মঠবাড়িয়া-মিরুখালী সড়কের দক্ষিণ সোনাখালী গ্রামের রক্ষাতলা এলাকায়।

আহত যুবক বেল্লাল হোসেন জানান, মিরাজ ও বেল্লাল মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এসময় রাস্তার থাকা বালুর ড্রেজার মেশিনের পাইপের সঙ্গে ধাক্কা লেগে তারা মোটরসাইকেলসহ রাস্তার বাইরে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিরাজকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক জানান, আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বাদল জানান, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন