বাউফলে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ল বসত ঘর


পটুয়াখালীর বাউফলে একটি দোতলা কাঠের ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ভোররাতে উপজেলার কেশবপুর ইউনিয়নে ঘটে এ ঘটনা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক তিনটার দিকে ঘরটিতে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। দোতলা কাঠের ঘরটির খুঁটি ও টিন পুরে দুমরে মুচরে পড়ার বিকট শব্দ শুনতে পেয়ে প্রতিবেশী কামাল হোসেন, সাহিদা বেগম আলতাফ হোসেন ও শান্তা বেগম দৌড়ে এসে চিৎকার শুরু করে।
বসতঘরের মালিক বাড়িতে না থাকায়, মহিলার ছেলে সন্তান নিয়ে অন্যত্র রাত্রি যাপন করছিলেন। ঔসময় প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়।
প্রায় ৫ ঘণ্টা পর অনুমান সকাল ৭ দিকে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছলেও আগুন ততক্ষণে ঘরে থাকা আসবাবপত্র পুড়ে ছাই করে দেয়।
ঘরের মালিক রফিকুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে কেশবপুর ইউপি চেয়ারম্যান সালেউদ্দিন পিকু ও তার ভাই সুজন আমার বসতবাড়িতে আগুন দিয়েছে।
একটি মাইক্রোবাস গাড়ি পুড়িয়ে দেওয়া, মালামাল লুন্ঠন, রড চুরি ও আমাকে কুপিয়ে হত্যার চেষ্টা সহ একাধিক মামলা তার বিরুদ্ধে চলমান রয়েছে। পুড়ে যাওয়া ঘর ও মালামালের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লক্ষাধিক টাকা।
ইউপি চেয়ারম্যান জানান তার সাথে আমাদের বিরোধ চলছে সত্যি কিন্তু তাদের বসতঘরে আগুন দেয়ার কথা কখনো ভাবতে পারিনি।
উপজেলা ফায়ার সার্ভিস পরিদর্শক আরিফুজ্জামান শেখ জানান, আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।
বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।
পিএম
