ঢাকা বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

Motobad news

পিরোজপুরে মোটরসাইকেল চাপায় গৃহবধূর মৃত্যু

পিরোজপুরে মোটরসাইকেল চাপায় গৃহবধূর মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরে মোটরসাইকেলের চাপায় রাবেয়া খাতুন (৫২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (২৩ জানুয়ারি) সকালে জেলার সদর উপজেলার জি হায়দার মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

রাবেয়া খাতুন উপজেলার শংকরপাশা গ্রামের মৃত মো. রাজা মিয়ার স্ত্রী।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সকালে রাবেয়া খাতুন সড়কের পাশে দাঁড়িয়েছিলেন। এসময় একটি মোটরসাইকেল  নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।  

পিরোজপুর সদর হাসপাতালের আরএমও ডা. নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।

এ ব্যাপারে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান জানান, এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


পিএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন