ঢাকা বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

Motobad news

মঠবাড়িয়ায় অসহায় পরিবারে হাসি ফোটালো উপজেলা প্রশাসন

মঠবাড়িয়ায় অসহায় পরিবারে হাসি ফোটালো উপজেলা প্রশাসন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি অসহায় পরিবারের পাশে দাড়ালো উপজেলা প্রশাসন। রোববার দুপুরে অসহায় পরিবাটিকে এক বান্ডিল ঢেউ টিন ও ৩ হাজার টাকার চেক তুলে দেয় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার। এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক আব্দুস সালাম আজাদী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সহায়ক মো. নূরুজ্জামান প্রমূখ।

জানা গেছে, উপজেলার টিকিকাটা ইউনিয়নের বাসিন্দা মোঃ সাইদুল হক (৬৫)। বিভিন্ন রোগ ও শারীরিক অসু¯’তার কারনে শক্ত পরিশ্রমও করতে পারে না। স্ত্রীকে নিয়ে বসবাস করেন ওয়াপদা পাড়ে।  কোন রকম দোচালা একটু ঘর। ছাউনীর টিন মরিচা পরে জড়াজীর্ন হয়ে গেছে। বৃষ্টির সময় বাহিরের বৃষ্টি থেমে গেলেও ঘরের মধ্যে ঝড়তো বৃষ্টির ছিটে পানি। লোক মুখে জানতে পারলো মাননীয় প্রধানমন্ত্রী অসহায় পরিবারদের ঘর বা টিন দিচ্ছেন। সাইদুল হক টিন পাবার পাবার আশায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অফিসে আবেদন করলেন। সরেজমিনে তদন্ত শেষে বৃদ্ধ মোঃ সাইদুল হককে টিন দেয়ার জন্য সুপারিশ করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাকাওয়াত জামিল সৈকত। সাইদুল হক টিকিকাটা গ্রামের মৃত. আব্দুর রহমান কারিকরের ছেলে।

সাইদুল হক জানান, উপজেলা প্রশাসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার টিন ও টাকা আমাকে দিয়েছে। এখন আর বৃষ্টির পানি ঘরের মধ্যে পরবে না। আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার জানান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাকাওয়াত জামিল সৈকত স্যারের সুপারিশ ক্রমে একটি অসহায় পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা প্রদান করা হয়েছে। এ কার্যক্রম অব্যহত রয়েছে।
 


পিএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন