স্বরূপকাঠিতে চতুর্থ শ্রেনীর ছাত্রীকে যৌন হয়রানি: গ্রেফতার ১


স্বরূপকাঠির দক্ষিন ব্যাসকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্রীকে (১০) যৌন হয়রানির অভিযোগে রুহুল আমিন নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রুহুল আমিন বরছাকাঠি গ্রামের রুস্তুম আলীর পুত্র। এর আগে ভুক্তভোগি ছাত্রীর মা শনিবার রাতে বাদী হয়ে স্বরূপকাঠি থানায় মামলা দায়ের করেন।
ওই ছাত্রীর মা অভিযোগ করেন, শনিবার সন্ধ্যায় তার মেয়ে ব্যাসকাঠীর বড় রাস্তা থেকে বাড়ি ফেরার পথে অপরিচিত রুহুল আমিন তাকে একা পেয়ে টানা হেচড়া করেন। এ সময় মেয়ের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে রুহুলকে জিজ্ঞাসাবাদ করে পুলিশে খবর দেন। মামলার তদন্ত কর্মকর্তা পাটিকেলবাড়ি ফাড়ির উপ পরিদর্শক ফিরোজ আলম বলেন, আসামী রুহুলকে গ্রেপ্তার করে রবিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এইচকেআর
