মঠবাড়িয়ায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ


মুজিব শতবর্ষ উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়া সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা যুবলীগ সাবেক সভাপতি, আ'লীগ সদস্য ও শ্রমিক নেতা শাকিল আহম্মেদ নওরোজ এর ব্যক্তিগত উদ্যোগে পৌর শহরের দেড় হাজার বিভিন্ন শ্রেণী পেশার অসহায় ও শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা আ‘লীগ সাধারণ সম্পাদক মো. আজিজুল হক সেলিম মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খান, ইউপি চেয়ারম্যান, রফিকুল ইসলাম রিপন জমাদ্দার, হারুন অর রশিদ, নাসির হোসেন হাওলাদার, আবু হানিফ খান, সাবেক যুবলীগ সাধারণ সম্পাদক জুলহাস শাহিন, ছাত্রলীগ নেতা আবু ইউসুফ রায়হান প্রমূখ।
এইচকেআর
