নাজিরপুরে ছাত্রদলের অনশন


সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে পিরোজপুরের নাজিরপুরে অনশন কর্মসূচী পালন করেছেন ছাত্রদল।
মঙ্গলবার (২৫ জানুুয়ারী) উপজেলা সদরের নাজিরপুর ডিগ্রী কলেজে ওই অনশন কর্মসূচী পালন করা হয়েছে। এতে সংগঠনের উপজেলা কমিটি ও নাজিরপুর ডিগ্রী কলেজ ছাত্রদলের নেতা-কর্মীরা অংশ নেন।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এএইচএম শামীম হাসান জানান, শাবিপ্রবি’তে সাধারন ছাত্রদের দাবীতে তাদের উপর হামলা চালানো হয়। আর ওই হামলার প্রতিবাদের ও বিচারের দাবীতে অনুষ্ঠিতের ওই দিন সকাল থেকে ওই অনশন কর্মসূচী পালন করা হয়।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম শামিম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনশন কর্মসূচীতে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম শফিক, মো. ওহিদুজ্জামান চঞ্চল, কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. ফাইজুল ইসলাম ফয়েজ, সদস্য সচিব মাঈনুল ইসলাম মঈন প্রমুখ।
পিএম
