ঢাকা বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

Motobad news

ভান্ডারিয়ায় হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের পরিচিতি সভা

ভান্ডারিয়ায় হিন্দু  বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের পরিচিতি সভা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের ভান্ডারিয়ায় শুক্রবার  উপজেলা কেন্দ্রীয় মদন মোহন জিউ মন্দির মিলনায়তনে উপজেলা হিন্দু,বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের নতুন কমিটির এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে এক আলোচনা সভায় বক্তারা বলেন,ভান্ডারিয়া বাসির গর্ব সাবেক সফল যোগাযোগ মন্ত্রী, দুরদর্শী সম্পন্ন বর্ষীয়াণ রাজনীতিক - ১২৮,পিরোজপুর -২ আসনের (ভান্ডারিয়া-কাউখালী-ইন্দুরকানী) সংসদ সদস্য জাতীয় পার্টি- জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির কারনে এ উপজেলায় ভিন্ন ভিন্ন দলমতের মানুষকে সাম্প্রদায়ীক সম্প্রীতির মাধ্যমে ঐক্যব্ধ রেখে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে। এ ছাড়া আনোয়র হোসেন মঞ্জু এমপির কারনে বন্ধু রাস্ট্র ভারতের অর্থায়ণে এখানে একটি বহুতল বিশিষ্ট আধুনিক মডেল মন্দির নির্মানের প্রক্রিয়া চলমান থাকায় তার প্রতি আন্তরিক ভাবে কৃতজ্ঞতা জানানো ছাড়াও তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূঁ কামনা করা হয়।

পরিচিতি সভায় নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি ,সাবেক উপজেলা সমবায় কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা বীরেন্দ্র নাথ বসুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি বর্তমান উপদেষ্টা কিরন চন্দ্র বসু, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, নতুন কমিটির সহ-সভাপতি পরিতোষ কর্মকার,সাধারণ সম্পাদক সচিন কর্মকার, সঞ্জীব কুমার মজুমদার, চিত্ত রঞ্জন কর্মকার, শঙ্কর জীৎ সমদ্দার, রনন বল, সুব্রত দাস, সুকুমার দাস, সঞ্জয় মালাকর, সেবাশ্রম কমিটির নারায়ন চন্দ্র মজুমদার প্রমুখ। পূর্বে বিভিন্ন সময়ে হিন্দু,বৌদ্ধ,খৃষ্টাণ ঐক্য পরিষদের যে সকল নের্তৃবৃন্দ পরোলোক গমণ করেছেন তাদের আত্মার শান্তি কামনায় দাড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয় । পরিচিতি সভা শেষে ৭১সদস্য বিশিষ্ট উপজেলা কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন