ঢাকা বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

Motobad news

কাউখালীতে খাল খননকাজ শুরু

কাউখালীতে খাল খননকাজ শুরু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরে কাউখালী উপজেলা কচা নদীর পূর্ব পার্শ্বে বন্দরের পাশ দিয়ে বয়ে যাওয়া উত্তর-দক্ষিনমুখি প্রবাহমান খালটি অধিকাংশ স্থানে ভরাট করে সংকুচিত হওয়ায় খালটি বৃহস্পতিবার সকালে বিএডিসি পিরোজপুর জোনের উদ্যোগে খাল খনন শুরু হয়েছে। 

এ সময় দুই পার্শে থাকা গাছপালা, অবৈধ স্থাপন উচ্ছেদ করা হয়। 

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. খালেদা খাতুন রেখা, সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি, বিএডিসি পিরোজপুরের সহকারী প্রকৌশলী জগন্নাথ বিশ্বাস, ওসি (তদন্ত) রেজাউল করিম রাজীব। 

কাউখালী বন্দরের গুরুত্বপূর্ণ এই খালটি বন্ধ থাকায় পয়ঃনিস্কান ও জলবদ্ধতার সৃষ্টি হতো। হাটের দিনে বন্দর ঘেষা এই খালটিই ছিল নৌ যোগাযোগের একমাত্র মাধ্যম। আস্তে আস্তে বিভিন্ন বন্দোবস্ত ও দখলের মাধ্যমে সংকুচিত হয়ে ভরাট করা হয়। এ খালটি উদ্ধারের জন্য এলাকাবাসী মানববন্ধন, স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলো। জনগণের সেই দাবীর প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে খালটি আবার প্রাণ ফিরে পেল। 

উপজেলা নির্বাহী অফিসার খালেদা খাতুন রেখা বলেন, এলাকাবাসীর দীর্ঘ দিনের দাবীর প্রেক্ষিতে মাননীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর সহযোগিতায় খালটি পূণ: খননের কাজ শুরু হয়েছে। এ খালটিকে ঘিরে দুই পাশে দৃষ্টি নন্দন ওয়াকওয়ে, শিশুদের খেলার জায়গা, বয়স্কদের জন্য ব্যায়ামের জায়গা এবং সৌন্দর্য্য বর্ন্ধন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
 


এসএমএইচ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন