ঢাকা বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

Motobad news

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা গ্রেফতার ১

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা গ্রেফতার ১
ছবি: প্রতীকী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের ইন্দুরকানীতে ফজলুল হক নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে বস্তাবন্দী করে হত্যা চেষ্টা মামলার আসামি সোহেল মৃধাকে ইন্দুরকানী থানা পুলিশ গ্রেফতার করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) মোঃ শামীম আহম্মেদ জানান,  ব্যসায়ীকে কুপিয়ে গুরতর আহতর ঘটনায় মামলা হয়েছে, সোহেল নামে একজন কে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের অভিযান চলছে।

বৃহস্পতিবার বিকালে আহত ব্যবসায়ী ফজলুল হকের বড় ভাই মজিবুর রহমান বাদী হয়ে তার ভাইকে হত্যা চেষ্টার ঘটনায়   উপজেলার ঢেপসাবুনিয়া গ্রামের সোহেল মৃধা, ছালাম মৃধা, হিরোন মৃধা, হারুন মৃধা ও  বালিপাড়া গ্রামের হালিম শেখ সহ আট জনের নামে মামলা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ জানুয়ারী রাতে উপজেলা ঢেপসাবুনিয়া গ্রামের  ব্যবসায়ী ফজলুল হক হাওলাদার (৪৫) দোকান বন্ধ করে বাড়ী ফেরার পথে একই গ্রামের সোহেল মৃধার নেতৃত্বে  তৈয়বালী মৃধার ছেলে ছালাম মৃধা, হিরোন মৃধা, হারুন মৃধা ও বালিপাড়া গ্রামের হালিম শেখ সহ সাত থেকে আট জন লোক তাকে কুপিয়ে মুখমন্ডল বিকৃত করে ফেলে। তার সাথে থাকা নগদ দুই লক্ষ টাকা নিয়ে যায়।  পরে ব্যবসায়ীকে বস্তাবন্ধী করে নদীতে ফেলে দেয়ার চেষ্টা করে। এ সময়  স্থানীয়রা বের হলে সন্ত্রাসীরা আহত ব্যবসায়ীকে রেখে পালিয়ে যায়। পরে ওই রাতেই  অচেতন অবস্থায়  তাকে  খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে অবস্থার অবনতি হলে   ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন