ঢাকা বুধবার, ২২ অক্টোবর ২০২৫

Motobad news
শিরোনাম
  • জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ মাধ্যমিকে ৩ শ্রেণির সাড়ে ১২ কোটি বই ছাপানো হবে, ব্যয় ৪৪৫ কোটি চন্দ্রমোহন বিএনপির বহিস্কৃত নেতার সরকারি জমি দখল, আটকে দিলো প্রশাসন ১৫ সেনা কর্মকর্তাকে নেওয়া হলো সেনানিবাসের অস্থায়ী কারাগারে নির্বাচন নিরপেক্ষ করার জন্য যা দরকার করব, বিএনপিকে প্রধান উপদেষ্টা দলীয় লোক অপসারণ করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি বিএনপির বাড়িভাড়া বাড়ানোয় ‘সন্তুষ্ট’ শিক্ষকরা, আন্দোলন স্থগিত বুধবার থেকে ক্লাসে ফিরছেন শিক্ষকরা, খোলা থাকবে শনিবারও সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণে খসড়া প্রস্তাব চূড়ান্ত নিষিদ্ধ ছাত্রলীগের নাজিরপুরের সভাপতি ভাইসহ ঢাকায় গ্রেফতার
  • ডয়চে ভেলের সম্প্রচার বন্ধ করল রাশিয়া

    ডয়চে ভেলের সম্প্রচার বন্ধ করল রাশিয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের (ডিডাব্লিউ) সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) মস্কোয় ডিডাব্লিউ’র অফিস বন্ধ করে দিতে রাশিয়ার প্রশাসন ঘোষণা দেয়। রাশিয়ায় কর্মরত ডিডাব্লিউ’র সমস্ত সাংবাদিকের অ্যাক্রেডিটেশন বাতিল করে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

    বৃহস্পতিবার প্রথম এ বিষয়ে ঘোষণা দেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতি দিয়ে তারা জানায়, ‘রাশিয়ার ভিতরে ডিডাব্লিউ’র স্যাটেলাইট এবং সমস্ত ব্রডকাস্টিং কার্যক্রম বন্ধ করে দেওয়া হচ্ছে।’ এরপর থেকে ডিডাব্লিউকে তাদের ফরেন এজেন্ট হিসেবে দেখা হবে। রাশিয়ার এই ‘ফরেন এজেন্ট’ আইন নিয়ে বহু বিতর্ক তৈরি হয়েছে। গত কয়েক বছরে বহু সাংবাদিক এবং মানবাধিকারকর্মীকে এই আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হয়েছে। বন্ধ করা হয়েছে একাধিক মানবাধিকার সংগঠন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার সকালে রাশিয়ার ব্যুরো কার্যালয়টি বন্ধ করা হয়।

    এএফপির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের মধ্যে উত্তেজনা যখন তুঙ্গে, তখন রাশিয়ার তরফ থেকে এমন ঘোষণা দেওয়া হলো। এ ধরনের পদক্ষেপ রাশিয়া ও পশ্চিমের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি করবে বলে আশঙ্কা করা হচ্ছে।

    ডয়চে ভেলের মস্কো ব্যুরোর প্রধান জুরি রিচেতো জানান, তাকে শুক্রবার সকালের মধ্যে কার্যালয় বন্ধ করার নির্দেশ দিয়েছে রাশিয়া।

    সম্প্রতি জার্মানিতে রাশিয়ার সরকারি সংবাদমাধ্যম আরটি’র জার্মান ভাষার অনুষ্ঠান বন্ধ করা হয়েছে। জার্মানি জানিয়েছে, কিছু টেকনিক্যাল কারণে তা বন্ধ করা হয়েছে।

    ঠিক এক দিন পরই ডয়চে ভেলের মস্কো ব্যুরো বন্ধ ঘোষণা করল রাশিয়া।

    ফলে রাশিয়ায় কর্মরত সংবাদকর্মীরা কোনো ধরনের সংবাদ তৈরি করতে পারবে না। ডিডাব্লিউ’র ডিরেক্টর জেনারেল পিটার লিমবুর্গ রাশিয়ার এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন। এ বিষয়ে তিনি আইনি পদক্ষেপ নেবেন বলেও জানিয়েছেন।

    ডিডাব্লিউ’র ডিরেক্টর জেনারেল পিটার লিমবুর্গ জানিয়েছেন, আরটি’র সঙ্গে ডিডাব্লিউ’র বিষয়টি গুলিয়ে ফেললে ভুল হবে। আরটি রাশিয়ার সরকারি সংবাদমাধ্যম। ডিডাব্লিউ জার্মানির পাবলিক ব্রডকাস্টার। তাছাড়া রাশিয়া যা করেছে তা সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ।

    তিনি বলেন, সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করে ও সম্প্রচার কার্যক্রম বন্ধ করে রাশিয়া সাংবাদিকদের মুখ বন্ধ করতে পারবে না। রাশিয়ার খবর আগের চেয়ে আরও বেশি দেখাবে ডয়চে ভেলে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ