ঢাকা বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

Motobad news

লক্ষাধিক মানুষের পদচারণায় মুখরিত ঠাকুর বাড়ি

লক্ষাধিক মানুষের পদচারণায় মুখরিত ঠাকুর বাড়ি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের মঠবাড়িয়ার উত্তর মঠবাড়িয়া গ্রামের নির্মল চাঁদ ঠাকুর বাড়িতে ৯৬ ফুট উচু বড়দা কালী প্রতিমার পূজা অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এ কালী প্রতিমার পূজা রোববার শেষ হবে। সরস্বতী পূজার আগের দিন রাত থেকে তিন দিনব্যাপী এ বড়দা কালী পূজা ও সরস্বতী উৎসব ঘিরে দেশের বিভিন্ন এলাকা থেকে প্রায় লক্ষাধিক মানুষের পদচারণা ঘটে উপজেলা বহেরাতলা এলাকার এ ঠাকুর বাড়িতে।এ বড়দা কালি পূজা উৎসব ঘিরে উৎসবস্থলে মেলাও অনুষ্ঠিত হচ্ছে।

মন্দিরের সেবায়েত সন্তোষ মিস্ত্রী জানান, গত ৩২ বছর ধরে এ ঐতিহ্যবাহী কালি পূজা শুরু হয়ে টানা তিন দিন উৎসব চলে। ১৯৯০ সালে প্রথমে তিন ফুট উচ্চতার কালী প্রতিমা দিয়ে এ মন্দির প্রাঙ্গণে পূজা শুরু হয়। প্রতিবছর প্রতিমার উচ্চতা বাড়তে বাড়তে এবার ৯৬ ফুটের প্রতিমা নির্মিত হয়। এ ছাড়াও ৯৮ ফুট লম্বা মহাদেব প্রতিমাও নির্মাণ করা হয়েছে। 

কালী পূজার আয়োজক শ্রী নির্মল চন্দ্র চাঁদ ঠাকুর জানান, ৩২ বছর ধরে এ পূজা অনুষ্ঠিত হচ্ছে। একবার গায়ে জলবন্ত (গুটি) রোগে মহামারি দেখা দেয়। হরি মন্দিরের সেবায়েত স্বপ্নে কালী পূজা দেওয়ার জন্য নির্দেশনা পান। এরপর থেকে প্রতিবছর এ কালী পূজার আয়োজন চলে আসছে।  ভবিষ্যতেও এ পূজা চলবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক বলেন, এত বড় কালী প্রতিমা এশিয়ার কোনো দেশে আছে কি না আমার জানা নেই, এটাই হয়তো এশিয়ার সবচেয়ে বড় কালী প্রতিমা।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন