ঢাকা বুধবার, ২২ অক্টোবর ২০২৫

Motobad news
শিরোনাম
  • জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ মাধ্যমিকে ৩ শ্রেণির সাড়ে ১২ কোটি বই ছাপানো হবে, ব্যয় ৪৪৫ কোটি চন্দ্রমোহন বিএনপির বহিস্কৃত নেতার সরকারি জমি দখল, আটকে দিলো প্রশাসন ১৫ সেনা কর্মকর্তাকে নেওয়া হলো সেনানিবাসের অস্থায়ী কারাগারে নির্বাচন নিরপেক্ষ করার জন্য যা দরকার করব, বিএনপিকে প্রধান উপদেষ্টা দলীয় লোক অপসারণ করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি বিএনপির বাড়িভাড়া বাড়ানোয় ‘সন্তুষ্ট’ শিক্ষকরা, আন্দোলন স্থগিত বুধবার থেকে ক্লাসে ফিরছেন শিক্ষকরা, খোলা থাকবে শনিবারও সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণে খসড়া প্রস্তাব চূড়ান্ত নিষিদ্ধ ছাত্রলীগের নাজিরপুরের সভাপতি ভাইসহ ঢাকায় গ্রেফতার
  • আফগানিস্তানে সাংবাদিকরা হয়রানির শিকার হচ্ছেন: আরএসএফ

    আফগানিস্তানে সাংবাদিকরা হয়রানির শিকার হচ্ছেন: আরএসএফ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্যারিসভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) জানিয়েছে, তালেবান সরকারের অধীনে সাংবাদিক ও মিডিয়াকর্মীরা আফগানিস্তানে ‘হয়রানির’ শিকার হচ্ছেন। শুক্রবার আরএসএফ এক বিবৃতিতে এ তথ্য জানায়। আফগানিস্তানভিত্তিক সংবাদমাধ্যম টোলো নিউজ এ তথ্য জানায়।

    আরএসএফ বলছে, হুমকি, জিজ্ঞাসাবাদ এবং নির্বিচারে সাংবাদিকদের আটকের ঘটনা বেড়েই চলেছে। এসব কর্মকাণ্ড আফগানিস্তানের গণমাধ্যম আইনের লঙ্ঘন।

    আন্তর্জাতিক এ সংস্থার তথ্য অনুযায়ী, গত বছরের ১৫ আগস্ট তালেবান ক্ষমতায় আসার পর থেকে অন্তত ৫০ জন সাংবাদিক ও মিডিয়াকর্মীকে আটক করা হয়েছে। যাদের কয়েক ঘণ্টা থেকে এক সপ্তাহের কাছাকাছি সময় আটকে রাখা হয়েছে। 

    আরএসএফ- এর ইরান-আফগানিস্তান ডেস্কের প্রধান রেজা মইনি বলেন, নির্দিষ্ট কিছু বিষয়ে সংবাদ সংগ্রহ থেকে সাংবাদিকদের বিরত রাখার জন্য তাদের হুমকি দেওয়া সম্পূর্ণ অগ্রহণযোগ্য। সাংবাদিকরা যেন গ্রেপ্তার ও নির্যাতনের হুমকি থেকে মুক্ত থেকে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন সেটি নিশ্চিত করতে হবে। এ অবৈধ হুমকিগুলো ভয়ংকর।

    সংস্থাটি আরও জানায়, পূণ্যের প্রচার ও পাপ প্রতিরোধ মন্ত্রণালয় গত বছরের নভেম্বরে মিডিয়ার জন্য কিছু নিয়ম বেঁধে দিয়ে একটি ডিক্রি জারি করে।

    এদিকে গত বৃহস্পতিবার আন্তর্জাতিক ফেডারেশন অব জার্নালিস্ট আফগানিস্তানে সংবাদমাধ্যমের বর্তমান অবস্থা নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে। তারা বলছে, পশ্চিমা সমর্থিত সরকারের পতনের পর থেকে আফগানিস্তানের ৩৪ প্রদেশের ৩৩টিতে অন্তত ৩১৮টি মিডিয়া আউটলেট বন্ধ হয়ে গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রিন্ট মিডিয়া। ১১৪টির মধ্যে মাত্র ২০টি বর্তমানে প্রকাশ হচ্ছে। এ ছাড়া ৫১টি টিভি স্টেশন, ১৩২টি রেডিও স্টেশন ও ৪৯টি অনলাইন মিডিয়া কার্যক্রম বন্ধ করে দিয়েছে।

    আফগানিস্তানে মিডিয়ার দুরাবস্থা নিয়ে প্রকাশিত এসব প্রতিবেদনের বিষয়ে কথা বলেছেন ইসলামিক আমিরাতের এক কর্মকর্তা।

    ইসলামিক আমিরাতের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, ইসলামিক আমিরাত গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। গণমাধ্যমেরও নিরপেক্ষ থাকা এবং ধর্মীয় ও জাতীয় মূল্যবোধের প্রতি সম্মান দেখাতে হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ