ইন্দুরকানীতে চেয়ারম্যান পদে জেপির বাই সাইকেল বিজয়ী


৭ম ধাপে পিরোজপুর জেলার একমাত্র ইন্দুরকানীর চন্ডিপুর ই্উনিয়নে নির্বাচনে হেরে গেলেন আওয়ামীলীগ। জয় লাভ করলেন সরকারের শরীক জাতীয়পর্টি জেপির মনোনীত সাইকেল মার্কার প্রার্থী মশিউর রহমান মঞ্জু।
বেসরকারী ফলাফলে ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে জাতীয়পার্টি জেপি মনোনীত মশিউর রহমান মঞ্জু ৬৪৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আওয়ামীলীগ মনোনীত মিজানুর রহমান স্বপন ৪১৬১ ভোট পেয়ে পরাজিত হয়েছে। সোমবার উপজেলা চন্ডিপুর নির্বাচনে প্রশাসনের ব্যাপক নিরাপত্তার কারণে কোন অপ্রিতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে ভোট।
এইচকেআর
