কাউখালীতে জেলা পরিষদের লক্ষাধিক টাকার গাছ জব্দ


পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নে ফলইবুনিয়া গ্রামের জেলা পরিষদের পুকুরের লক্ষাধিক টাকার গাছ জব্দ করেছে জেলা পরিষদ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সম্প্রতি এলাকার একটি প্রভাবশালী মহল জেলা পরিষদের অনুমতি কিংবা টেন্ডার ছাড়া জেলা পরিষদের পুকুরে পার্শ্বে সৃজিত ১২টি তাল গাছ ও ১টি রেইনট্রি গাছ কাটার সময় এলাকাবাসী জেলা পরিষদকে জানালে তাৎক্ষনিকভাবে জেলা পরিষদের সার্ভেয়ার সরেজমিনে এসে গাছগুলো জব্দ করে রেখে যায়।
এ ব্যাপারে বুধবার জেলা পরিষদের প্রধান নির্বাহী রেবেকা খান মুঠো ফোনে জানান, উল্লেখিত গাছগুলো কাটার জন্য টেন্ডার দেয়া হয়নি কিংবা কোন অনুমতি দেয়া হয়নি।
জেলা পরিষদের সার্ভেয়ারকে সরেজমিনে গিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেআর
