ঢাকা বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

Motobad news

মঠবাড়িয়ায় পল্লী বিদ্যুতের খুটি ভেঙ্গে সংযোগ বিচ্ছিন্ন

মঠবাড়িয়ায় পল্লী বিদ্যুতের খুটি ভেঙ্গে সংযোগ বিচ্ছিন্ন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলায় একটি ঝুঁকিপূর্ণ জীর্ণ খুটি ভেঙ্গে যাওয়ায় গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ পাওয়া গেছে। 

জানাযায়, উপজেলার ওয়াহেদাবাদ গ্রামের পিন্টু জমাদ্দারের বাড়ির ভিতর পল্লী বিদ্যুতের কাঠের ২টি খুটি দীর্ঘ দিন ধরে কাঠ ঠোকরা পাখি ৭/৮টি গর্ত করায় ঝুঁকিপূর্ণ হয়ে পরে। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে বার বার বিষষটি অবগত করলেও তারা কর্ণপাত করেনি। মঙ্গলবার দুপুরে বড়ির ভিতর একটি চাম্বল গাছের ডাল কাটার সময় ১টি ডাল বিদ্যুতের তারের উপর পরলে একটি খুটি ভেঙ্গে যায়। ঘটনাটি বিদ্যুৎ অফিসে জানালে মঙ্গলবার সন্ধার পর তারা খুটি পরিবর্তণ করে গ্রাহক পিন্টু জমাদ্দারের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। বিদ্যুতের লোকজন খুটি ভাঙ্গার দায়ে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে জানিয়ে তাকে অফিসে দেখা করতে বলে। 

স্থানীয় বাসিন্দা নাজমুল জমাদ্দার জানান, আরও একটি খুটি (ট্রান্সফরমারসহ) পাখিতে গর্ত করায় ঝুকিপূর্ণ হয়ে আছে। বিদ্যুৎ অফিসে বার বার জানাবার পরও তারা ব্যবস্থা নেয়নি। 
পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির মঠবাড়িয়া আঞ্চলিক অফিসের ডিজিএম নিত্যা নন্দ কুন্ডুর সাথে যোগাযোগ করলে তিনি জানান, তথ্য প্রমানে গ্রাহক নির্দোষ প্রমান হলে তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হবে।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন