ঢাকা বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

Motobad news

মন্ত্রীকে নিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে নাজিরপুর ও স্বরুপকাঠীতে বিক্ষোভ

মন্ত্রীকে নিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে নাজিরপুর ও স্বরুপকাঠীতে বিক্ষোভ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ. ম রেজাউল করিম এমপির বিরুদ্ধে  দৈনিক সমকালে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে নাজিরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।  

বৃহস্পতিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে ওই  সমাবেশ  অনুষ্ঠিত হয়। বিকাল ৩টায় নাজিরপুর উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়।

সেখানে অনুষ্ঠিত পথসভায়  সভাপতিত্ব করেন  উপজেলা আওয়ামীগের যুগ্ম সম্পাদক শাহ আলম ফরাজী, বক্তব্য রাখেন  জেলা আওয়ামীগের যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, পিরোজপুর জেলা পরিষদের সদস্য সুলতান মাহামুদ খান,  জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মীর মো. ফারুক আব্দুল্লাহ,  পিরোজপুর জেলা যুবলীগের যুগ্মসম্পাদক জিয়াউল আহসান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান আতিয়ার, শেখ মাটিয়া ইউনিয়নের চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী নান্নু, মাটিভাঙা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বিলু, শাঁখারীকাঠী ইউপি চেয়ারম্যান মো. খালিদ হোসেন সজল, যুবলীগ সভাপতি খোকন কাজী, যুবলীগ নেতা চঞ্চল কান্তি বিশ্বাস,  পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি  তুহিন হালদার তিমির, সাধারণ সম্পাদক আল আমিন খান, উপজেলা ছাত্রলীগের আহবায়ক তরিকুল ইসলাম তাপস,  যুগ্ম আহবায়ক আল আমিন।

এ সময় বক্তারা বলেন, পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম একজন দুর্নীতিমুক্ত ও জনপ্রিয় নেতা।  এ জন্য তাকে  বিতর্কিত করতে স্থানীয় একটি  চক্রের সহযোগীতায়  তার বিরুদ্ধে  মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে। এদিকে পিরোজপুর-১ আসনের স্বরুপকাঠীতে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সন্ধ্যার পরে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
      

 

 

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন