ভান্ডারিয়ায় বিবাহিতরা ছাত্রদলের কমিটিতে


পিরোজপুরের ভান্ডারিয়ায় তথ্য গোপন রেখে আহবায়ক সহ কয়েকটি পদে বিবাহিতদের দিয়ে গঠন করা হয়েছে ছাত্রদলের উপজেলা আহবায়ক কমিটি। নবগঠিত উপজেলা ছাত্রদলে এ কমিটিতে পদপদবী দখল করেছে কিছু নেতারা। নবগঠিত ছাত্রদলের সদস্য সচিব অর্থ লেনদেনের দায়ে সদ্য অব্যহতি হওয়ার পর উক্ত সদস্য সচিব পদে পুনরায় বহাল তবিয়তে থাকার প্রতিবাদে ও তাদের অব্যাহতির দাবিতে উপজেলা ছাত্রদলের একাংশ সংবাদ সম্মেলন করে ।
শুক্রবার বিকালে ভান্ডারিয়া সাংবাদিক কল্যান ইউনিয়ন মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আরিফুল ইসলাম মৃধা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক শাহিরাজ শিকদার, রিয়াজ হোসেন,গাজী উজ্জল প্রমূখ।
লিখিত বক্তব্যে জানানো হয়, দুই বিবাহের তথ্য গোপন রেখে নবগঠিত কমিটিতে আহবয়ক হয়েছেন মাহফুজ ইসলাম উজ্জল ও যুগ্ন আহবায়ক হয়েছেন রিয়াজুল ইসলাম। অপর দিকে ইউনিয়ন ছাত্রদলের কমিটিতে শিক্ষাগত যোগ্যতা নেই,অর্থলেনদেন, ছাত্রলীগ ও ছাত্র সমাজের লোকজন দিয়ে ইউনিয়ন কমিটি দেওয়ার অভিযোগে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. শফিক রেজাকে জেলা ছাত্রদলের সভাপতি-সম্পাদক সম্প্রতি অব্যাহতি দেয়। জেলা কমিটি থেকে অব্যাহতি পেয়ে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের সাথে লভিং করলে ওই পদে পুনরায় বহাল থাকে শফিক রেজার পদ।
অবিলম্বে তথ্য গোপনকারী বিবাহিত ব্যক্তিদের ও আর্থীক লেনদেনের দায়ে অভিযুক্ত সদস্য সচিবকে অব্যাহতি দেয়ার জন্য ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ও জেলা ছাত্রদলের সভাপতি - সম্পদকের প্রতি আহবান জানানো হয়। লিখিত বক্তব্যে অরো জানান, ছাত্রদলের কেন্দ্রীয় নির্দেশ হলো অন্য কোন দলের কর্মী ও বিবাহিত ছাত্র নেতা কোন ছাত্রদলের ওয়াার্ড,ইউনিট বা উপজেলা কমিটিতে থাকতে পারবে না। তা হলে উল্ল্যেখিত ব্যক্তিদের বিরুদ্ধে সুষ্পষ্ট অভিযোগের প্রমান থাকলেও তাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেয়া হচ্ছে না বলে তারা প্রশ্ন রেখে অনতিবিলম্বে গঠনতন্ত্রানুযায়ী এ কমিটি বিলুপ্ত ঘোষণা করে প্রকৃত ছাত্রদের দিয়ে ছাত্রদলের উপজেলা এবং ইউনিয়ন কমিটির জোড় দাবি জানানো হয়। তা করা না হলে পরবর্তীতে আরো কঠিনন পদক্ষেপ হেয়া হবে বলেও উল্ল্যেখ করা হয়।
এইচকেআর
