পিরোজপুরে ভাড়াটিয়ার মালামাল ফেলে দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান দখল
.jpg)

পিরোজপুরের ইন্দুরকানীতে এক ভাড়াটিয়ার দোকানের মালামাল ফেলে দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান দখল করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে উপজেলার বালিপাড়া বাজারে এ ঘটে।
জানা যায়, বালিপাড়া বাজারের মুদি ব্যবসায়ী মোঃ আলাউদ্দিন হাওলাদার প্রবাসী যুবায়ের ফরাজীর কাছ থেকে ১০ বছর পূর্বে তার ব্যবসা প্রতিষ্ঠানের পাশে আরেকটি দোকান ঘর ভাড়া নেন। সম্প্রতি জুবায়েরের সৎ ভাই হেমায়েত ফরাজীর সাথে পারিবারিক বিরোধ দেখা দেয়। পরে তার সদ ভাই হেমায়েত দোকানের ঐ পজিশন স্থানীয় কাদের মিধার কাছে বিক্রি করে দেন। কাদের মৃধা কিছুদিন আগে দোকানের ঐ পজিশন স্থানীয় জাহাঙ্গীর মীরের কাছে বিক্রি করে দিলে পজিশন বুঝিয়ে দিতে শুক্রবার সকালে লোকজন নিয়ে কাদের মৃধা ব্যবসা প্রতিষ্ঠান পুরোটাই দখল করে নেন। পরে ব্যবসাীয় আলাউদ্দিন বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ কবির হোসেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং এসিল্যান্টকে অবহিত করেন।
তবে ওখানে জুবায়েরের অর্ধেক অংশ রয়েছে বলে তার ভাই জলিল ফরাজী জানান। দোকান ভাড়াটিয়া আলাদ্দিন হাওলাদার কে না জানিয়ে মালামাল ফেলে দিয়ে দোকান ঘর দখল করে নেয়া হয়েছে বলে অভিযোগ করেন ব্যবসায়ী আলাউদ্দিন।
তিনি জানান, যুবায়েরের কাছ থেকে আমি প্রথমে দোকান ভাড়া নেই। তার সাথে আমার দোকানের ডিট রয়েছে।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন কাদের মৃধা। তিনি বলেন, দোকান ছেড়ে দেয়ার জন্য তাকে আগেই জানানো হয়েছিল। তিনি আরো বলেন, দোকানের মালামাল ফেলে দেয়া হয়নি তার মুদি দোকানের সামনে সরিয়ে রাখা হয়। ঐ দোকানের পুরো পজিশন এখন আমার নামে।
এদিকে খোঁজ নিয়ে জানা যায়, জুবায়রের পিতা মোতাচ্ছের ফরাজীর নামে সর্ব প্রথম ঐ জমির ডিসিআর নেন। মোতাচ্ছের ফরাজী পরে তার দুই পুত্র জবায়ের ও হেমায়েত ফরাজীকে দোকানের অর্ধেক করে অংশ ভাগ করে দেন।
তবে এর আগে কাদের ও জুবায়ের দুজনে দোকান ভাড়াটিয়ার কাছ থেকে মাস শেষে ভাড়া নিতেন
এমইউআর
