ঢাকা বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

Motobad news

ভান্ডারিয়ায় উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ

ভান্ডারিয়ায় উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে সপতম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রির বাল্য বিবাহ বন্ধ হয়েছে। শনিবার রাতে উপজেলার ১নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের দিন মজুর আঃ রব হাওলাদারের পাঁচ সন্তানের মধ্যে মেঝ মেয়ে চট্রগ্রাম ইপিজেড এলাকার একটি স্কুলে ৭ম শ্রেণিতে পড়ত। করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কারনে পার্শবর্তী ইন্দুরকানী উপজেলার মো. মাসুদ (২০) এর সাথে ঐ মেয়ের বিবাহের আয়োজন করা হয়।

শুক্রবার গায়ে হলুদ শেষে শনিবার রাতে বিবাহের আয়োজন দেখে স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধরকে বিষয়টি অবহিত করা হলে তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি রুমানা আফরোজকে আইনগত ব্যাবস্থা গ্রহনের জন্য নির্দেশ দেন। রাতে থানা পুলিশের সহায়তায় মেয়ের বাড়ি গেলে ঘটনার সত্যতা স্বীকার করে কনের পরিবার। পরে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭এর ৫এর ৩ উপধারায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২হাজার টাকা জরিমানা এবং ১৮ বছর পূর্ণ না হলে বিবাহ দেয়া হবেনা মর্মে মুচলেকা দিয়ে বিবাহ বন্ধ করা হয়। 
পরিবার টি দরিদ্র হওয়ায় স্থানীয় ইউপি সদস্য দিনার মাহমুদ রাসেল সহ স্থানীয়দের অনুরোধে ঐ মেয়েকে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে সেলাই প্রশিক্ষন গ্রহনের জন্য উপজেলা প্রশাসনের সার্বিক সহায়তা দেয়া হবে বলে পরিবারটিকে আশ্বস্ত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি রুমানা আফরোজ।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন