ঢাকা বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

Motobad news

পিরোজপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ড: জেলা প্রশাসকের অর্থিক সহযোগীতা

পিরোজপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ড: জেলা প্রশাসকের অর্থিক সহযোগীতা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের প্রধান সড়কের দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্থরা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

আজ রোববার (১৩ জানুয়ারী) রাতে সদর রোডে ডায়মন্ড সুইটমিট দোকান থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক এ বি এম শামসুদ্দোহা।

জানা যায়, আজ রোববার রাত ৮টায় হঠাৎ করেই ডায়মন্ড সুইটমিট দোকান থেকে আগুনের উৎপত্তি হয়। পরে খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। এ অগ্নিকান্ডে মাসুম বেকারী, রুমী ফটোষ্ট্যাট, গাজী সু স্টোর, প্রিয়াঙ্কা ফটোষ্টাট ও ¯েœহা মেডিকেল হল দোকানগুলোর প্রায় লাখ টাকার ক্ষতি হয়েছে।

পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক এ বি এম শামসুদ্দোহা জানান, আমরা খবর পেয়ে শহরে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনি। এ অগ্নিকান্ড নিয়ন্ত্রনের কাজে আমাদের নাজিরপুর ও ইন্দুরকানী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৫টি ইউনিট কাজ করেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে আগুনের সূত্রপাত ডায়মন্ড সুইটমিট এর দোকান।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আলী রেজা জানিয়েছেন, পুলিশ অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছেছে। তদন্ত চলছে। কারো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইননানুগ ব্যবস্থা নেয়া হবে।

পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থলে সরকারী ভাবে প্রতি ক্ষতিগ্রস্থকে ১০ হাজার টাকা করে প্রাথমিকভাবে অর্থিক সহযোগীতা প্রদান করা হয়েছে।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন