পিরোজপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তুতি সভা


পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে এগারোটায় উপজেলা পরিষদের শহিদ মাখন লাল সভা কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এসময় ২১ ফেব্রুয়ারি উদযাপনে বিভিন্ন কর্মসূচি গৃহীত হয়। ইউএনও ঊর্মি ভৌমিক এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সাখায়াত জামিল সৈকত, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফেরদৌস প্রিন্স, অধ্যক্ষ ও জেলা পরিষদ সদস্য আজীম, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়া আকন, মজিবুল হক খান মজনু, এমাদুল হক খান, শরীফ আলমগীর হোসেন, প্রধান শিক্ষক নাছির উদ্দিন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
উদযাপনের বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে- ২১ ফেব্রুরির প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সাথে-সাথে জাতীয় পতাকা উত্তোলন, পরে শিক্ষার্থীদের রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, স্বাস্থ্যবিধি মেনে সুবিধা মতো সময়ে সকল ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা।
এমইউআর
