ঢাকা বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

Motobad news

ভান্ডারিয়া দুই ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ড

ভান্ডারিয়া দুই ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ড
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ৪নম্বর ইকড়ি ইউনিয়নের মাদার্শী বাজারে এক অগ্নিকান্ডে দুটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। 

সোমবার গভীর রাতে এ অগ্নিকান্ডে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন মালামালের স্থানীয় ডিলার ও মুদিমনোহরি মালামালের ব্যবাসায়ী মো.আসাদুলের দুটি দোকান পুড়ে গেছে। স্থানীয়রা দাবি করছেন এতে প্রায় ১০লক্ষাধীক টাকার ক্ষতি হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হয়।

ভান্ডারিয়া উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. পারভেজ রেজা জানান, খবর পেয়েই ঘটনা স্থলে পৌঁছে স্থানীয় জনতা,স্বেচ্ছাসেবি সংগঠন রেডক্রিসেন্ট এর সদস্যদের যৌথ উদ্যোগে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। বৈদ্যতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হয়। তবে তদন্ত সাপেক্ষে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমান জানাযাবে।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন