ঢাকা বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

Motobad news

মঠবাড়িয়ায় সাংবাদিক সালাম আজাদীর পিতার ইন্তেকাল

মঠবাড়িয়ায় সাংবাদিক সালাম আজাদীর পিতার ইন্তেকাল
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দৈনিক যুগান্তর ও দৈনিক মতবাদ পত্রিকার পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুস সালাম আজদী এর পিতা বিশিষ্ট সমাজ সেবক আব্দুল হাকিম মোক্তার (৯২) আর নেই। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থান বার্ধক্যজনীত কারনে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) বিকেল ৫টা ১০ মিনিটে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে---রাজেঊন)।

মৃত্যকালে তিনি ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। বুধবার জোহর নামাজ বাদ উপজেলার উত্তর মিঠাখালী নিজ গ্রামে জানাজা শেষে পারিবারিক করবস্থানে তাঁকে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে সাংবাদিক ও রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

শোক সন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জানিয়েছেন সরকারি হিসাব সম্পর্কি স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ ডাঃ রুস্তুম আলী ফরাজি, পিরোজপুর জেলা আ‘লীগ সভাপতি সাবেক সাংসদ আলহাজ¦ একেএমএ আউয়াল, জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, উপজেলা আ'লীগ সভাপতি ও পৌর মেয়র মো. রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপজেলা আ‘লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, বিএনপি সাধারণ সম্পাদক মো. রুহুর আমীন দুলাল, পৌর আলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ আজীম উল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. বাচ্চু আকনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন