ঢাকা শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

Motobad news

পিরোজপুরে জায়েদ খানের পক্ষে মানববন্ধন

পিরোজপুরে জায়েদ খানের পক্ষে মানববন্ধন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খান। তার বিরুদ্ধে নিজ জেলা পিরোজপুরে ‘অন্তর জ্বালা’ সিনেমার শুটিংয়ের কথা বলে জমি ও ক্লিনিক দখলের অভিযোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে ভুক্তভোগী এক হিন্দু পরিবার। এবার চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে পিরোজপুর টাউন ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আল মমিন নামে একজন বলেন, ‘আমাদের পিরোজপুরের গর্ব ও অহংকার নায়ক জায়েদ খানকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি শিল্পী সমিতিতে ১৩ ভোট বেশি পেয়ে জয়ী হলেও তাকে শিল্পী সমিতিতে বসতে দেওয়া হচ্ছে না। এটা জায়েদ খানের প্রতি অন্যায় অবিচার করা হচ্ছে।’

জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যপরিষদের সাংগঠনিক সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক চন্দ্র শেখর হালদার বলেন, ‘আমাদের গর্ব ও অহংকার জায়েদ খান। তাকে নিয়ে একটা মিথ্যা খেলা হচ্ছে ঢাকায়। জায়েদ খানের বিরুদ্ধে পিরোজপুরে যে বিষয় অভিযোগ করা হচ্ছে তা ভিত্তিহীন। আমি জানি ব্যাপারটা। তার ভাইয়ের সঙ্গে ব্যাপার একটা ক্লিনিক নিয়ে। সেটা আমরা সবাই মিলেমিশে সমাধান করতে পারি পিরোজপুরেই। মানুুষের কথা শুনে ঢাকায় গেলে হবে না। আপনারা আসেন কথা বলি। এভাবে আমাদের গর্ব ও অহংকারকে মাটিতে লুটিয়ে দিয়েন না। জায়েদ খান অনেক কিছুই করেছে এই করোনার সময়। তার একটা সেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে।’

 পিরোজপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সদস্য দীপংকর মাতা মিন্টু, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রসংসদের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সাগর শিকদার, সংবাদকর্মী জোবায়ের আল মামুন, ব্যবসায়ী নেতা মেজবাহ উদ্দিন সাবু প্রমুখ মানববন্ধনে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ‘পিরোজপুরে হিন্দু পরিবারের জমি দখল নিয়ে চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে একটি মহল মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ এবং তথ্য প্রকাশ করছেন। তিনি ওই জমি দখল বা ওই ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত নন।’ এর আগে রোববার (১৩ ফেব্রুয়ারি) জায়েদ খানের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে পিরোজপুরের গীতা রানী হালদার নামের এক নারী তার জমি ও ক্লিনিক ভবন দখলের অভিযোগ করে মানববন্ধন করেন।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন