বরিশাল আইনজীবী সমিতিকে বিসিসি মেয়রের ৩ লাখ টাকা প্রদান


করোনা কালীন সময়ে আদালতের কার্যক্রমে মন্হর গতি নেমে আসায় বরিশাল আইনজীবী সমিতির অনেক সদস্য ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন। তাদের এ বিষয়টিকে মানবিক হিসেবে বিবেচনা করে ক্ষতিগ্রস্ত সদস্যদের সহায়তার জন্য বরিশাল আইনজীবী সমিতিকে নগদ ৩ লাখ টাকা প্রদান করা হয়েছে।
বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বুধবার রাতে নগরীর কালিবাড়ী রোডস্ঞ সেরনিয়াবাত ভবনে বসে সমিতির নেতৃবৃন্দের হাতে নিজস্ব তহবিল থেকে এ অর্থ সহায়তা প্রদান করেন। এসময় তিনি বলেন, করোনাকালীন দূর্যোগ মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমাদেরও উচিত যার যার জায়গা থেকে অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো।
এসময় ক্ষতিগ্রস্ত আইনজীবীদের সহায়তার জন্য তিনি যা প্রদান করেছেন এটাকে অর্থ সহায়তা না ভেবে ঈদ শুভেচ্ছা হিসেবে গ্রহনের জন্য উপস্হিত আইনজীবী নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। এদিকে আইনজীবীদের সহায়তার জন্য মেয়রের এ উদ্যাগকে সাধুবাদ জানিয়ে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের ২ নং প্যানেল মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন বলেন, করোনা কালীন সময়ে আদালতের দৈনন্দিন কার্যক্রমে ভাটা লেগেছে।
মামলা পরিচালনার সংখ্যা কমে যাওয়ার কারণে সমিতির বেশ কিছু সদস্য আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন। বিষয়টি অনুধাবন করে মেয়র মহোদয় সহযোগিতার যে হাত বাড়িয়ে দিয়েছেন তা সত্যিই প্রশংসার দাবিদার। মহতি এ উদ্যোগের জন্য তিনি জেলা আইনজীবী সমিতির সকল সদস্যদের পক্ষ থেকে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে ধন্যবাদ জানান।
সমিতির সূত্রে জানা গেছে, মেয়রের দেয়া অর্থ সহায়তা তালিকা তৈরির মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্তদের মাঝে প্রদান করা হবে।
এইচকেআর
