মঠবাড়িয়ায় নব নির্বাচিত জন প্রতিনিধিদের শপথ গ্রহণ


পিরোজপুরের মঠবাড়িয়ায় ২য় পর্যায়ের ৪টি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত জন প্রতিনিধিদের শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে শহীদ মখন লাল দাশ মিলনায়তনে পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপজেলার দাউদখালী, টিকিকাটা, ধানীসাফা ও বড় মাছুয়া ইউনিয়নের চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক এ ৪টি ইউনিয়নের ৪৮ জন সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান। এসময় উপস্থিত ছিলেন, পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান (পিপিএম), পিরোজপুর স্থানীয় সরকার ভারপ্রাপ্ত উপ-পরিচালক চৌধুরী রওশন ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক এর সভাপতিত্বে ও সহকারি কমিশণার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপজেলা আ‘লীগ সাধারণ সম্পাদক মো. আজিজুল হক সেলিম মাতুব্বর, মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল, উপজেলা আ‘লীগ সহ সভাপতি মো. আরিফ উল হক, বীর মুক্তিযোদ্ধা মো. এমাদুল হক খান।
উল্লেখ্য- গত ৫ জানুয়ারী‘২২ অনুষ্ঠিতব্য ৫ম ধাপের এ নির্বাচনে উপজেলার ৪নং দাউদখালীতে আ‘লীগ মনোনীত প্রার্থী ফজলুল হক রাহত, ৬নং টিকিকাটায় রফিকুল ইসলাম রিপন জমাদ্দার, ২নং ধানীসাফায় হারুণ অর রশিদ তালুকদার দ্বিতীয় বারের মতো এবং ১১নং বড় মাছুয়ায় মো. নাসির উদ্দিন হাওলাদার বিদ্রোহী প্রার্থী হিসেবে দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এমইউআর
