ইন্দুরকানীতে পলাতক আসামী গ্রেফতার


ইন্দুরকানীতে এক বছরের সাজাপ্রাপ্ত পরাতক আসামী গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হকের নেতৃত্বে এ এস আই মনির ও কমল অভিযান চালিয়ে উপজেলার হোগলাবুনিয়া এলাকা থেকে নুরুল হকের ছেলে মোস্তফা হাওলাদার (৪৫) কে আটক করে।
তার বিরুদ্ধে ২০১৬ সালের খুলনা খালিশপুর থানার একটি মামলায় এক বছরের সাজা ও একলক্ষ টাকা জরিমানা করেছে আদালত। তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা থাকায় দীর্ঘদিন পলাতক থাকায় পুলিশ তাকে গ্রেফতার করে।
পরে বৃহস্পতিবার বিকালে সাজাপ্রাপ্ত মোস্তফা হাওলাদার কে ইন্দুরকানী থানা পুলিশ ওই মামলায় আটক দেখিয়ে পিরোজপুর আদালতে পাঠিয়েছে।
এইচকেআর
