ঢাকা শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

Motobad news

ইন্দুরকানীতে জেপির কমিটি পুনঃগঠন

ইন্দুরকানীতে জেপির কমিটি পুনঃগঠন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের ইন্দুরকানীতে  কমিটির আহবায়ক পিতার মৃত্যুতে   একমাত্র ছেলে হলেন ইউপি চেয়ারম্যান ও উপজেলার জাতিয় পার্টি- জেপি’র  সাধারণ সম্পাদক। জানা যায়,গত বছর ৪ নভেম্বর  ইউপি নির্বাচন চলাকালীন  ইন্দুরকানী সদর ইউনিয়নের  চেয়ারম্যান প্রার্থী উপজেলা জাতীয় পার্টি-জেপির আহবায়ক আস্দাুল কবির তালুকদার মারা যান। তখন থেকে উপজেলা জেপির পদটি শূন্য হয়ে যায়।

পরে দলে যোগ দিয়ে  দেড় মাস পর মরহুম চেয়ারম্যান প্রার্থী জেপির আহবায়ক আসাদুল কবির তালুকদারের ছেলে মাসুদ করীম ইমন (৩০) জেপির মনোনয়ন নিয়ে  গত ২৬ ডিসেম্বর ইন্দুরকানী সদর ইউপি নির্বাচনে  বাই -সাইকেল মার্কা নিয়ে  বিজয়ী হন। তিন মাস পর  দল পূনঃ গঠনে ওই পদে মৃত্যু উপজেলা জেপির আহবায়ক আসাদুল কবির তালুকদারের ছেলে বর্তমান নির্বাচিত ইউপি চেয়ারম্যান মাসুদ করীম ইমন কে  দলের  উপজেলা কমিটির সদস্য সচিব ( সাধারণ সম্পাদক) করে  উপজেলা জেপির কমিটি  পূণঃগঠন করা হয়।

গতকাল জাতিয়পার্টি জেপি চেয়ারম্যান, সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু স্বাক্ষরিত এক চিঠিতে এ কমিটি গঠনের তথ্য জানা যায়।

কমিটিতে মো. শাহীন হাওলাদারকে আহবায়ক,  ও মাসুদ করীম তালুকদার ইমন কে  সদস্য সচিব , মো. গোলাম সরোয়ার বাবুলকে কো-আহবায়ক , এছাড়া  মো. শহিদুল ইসলাম দোদুল, মো. মশিউর রহমান মঞ্জু, মো. রুহুল আমিন, মো. মোশারেফ হোসেন, মো. কাওছার  আহম্মেদ দুলাল, মো. মিজানুর রহমান ও মিসেস রাজিয়া সুলতানা  রানিকে যুগ্ম আহবায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট  উপজেলা জাতিয়পার্টি জেপির আহবায়ক কমিটি পূর্ণগঠন করা হয়েছে।

নবনির্বচিত চেয়ারম্যান ও উপজেলা জেপির সদস্য সচিব মাসুদ করিম তালুকদার ইমন জানান, আমার পিতা  জেপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী থাকা অবস্থায় মারা যান, পরে জনতার কথা রাখতে  এবং পিতার আসামাপ্ত কাজ করতে আমি জেপিতে যোগ  দিয়ে মনোনয়ন নিয়ে নির্বাচন করি। নির্বচনে  চেয়ারম্যান পদে ব্যাপক ভোটের ব্যবধানে জয়লাভ করি। পরে দলের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু আমাকে দল পূঃণ গঠন করতে উপজেলা জেপি কমিটির সদস্য সচিব নির্বাচিত করেন। এজন্য অমি তার প্রতি ও ইন্দুরকানী বাসীর প্রতি কৃতজ্ঞ।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন