স্বরূপকাঠিতে শিল্পচূড়া একাডেমির উদ্বোধন


স্বরূপকাঠিতে শৈল্পিক জ্ঞানার্জন ও শুদ্ধ শিল্প সাধনায় মনোনিবেশ করার লক্ষ্যে সাংস্কৃতিক সংগঠন শিল্পচূড়া একাডেমীর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ফেরীঘাট সড়কস্থ সংগঠনের কার্যালয় এ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
প্রদীপ চন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, শহীদ স্মৃতি কলেজের সহকারী অধ্যাপক মোঃ মাহমুদুর রহমান খান, সিনিয়র শিক্ষক মোঃ কামাল হোসেন, প্রধান শিক্ষক তাপস কর।
সহকারী শিক্ষক ও সাংস্কৃতিক কর্মী মো. মনিরুল ইসলাম মিথুনের উপস্থাপনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অংকন শিক্ষক মো. আবুল কালাম, যুবলীগ নেতা মানিক সরকার, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী মোঃ মাসুদুল আলম অপু প্রমুখ। ”শিল্পের আঁচড়ে সাজাই পৃথিবী” প্রতিপাদ্য বিষয় নিয়ে শিল্পচূড়া একাডেমী উদ্বোধনী অনুষ্ঠানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা ও আবৃত্তির আয়োজন করা হয়।
সংগীত সন্ধ্যায় মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ও বরিশাল বেতারের শিল্পী রাখি চক্রবর্তী। শিল্পী পলাশ আহম্মেদ সুরেলা কন্ঠে একটি আধুনিক গান পরিবেশন করেন। একাডেমির প্রতিষ্ঠা সদস্য সহকারি শিক্ষক সুব্রত চক্রবর্তীর বজ্রকন্ঠে আবৃত্তি দর্শক মন জয় করেছে।
এইচকেআর
