ভান্ডারিয়ায় যুবকের লাশ উদ্ধার
.jpg)

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ৫ নম্বর ধাওয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পশারিবুনিয়া গ্রাম থেকে আজ শনিবার (১৯ফেব্রুয়ারি) সকালে মোঃ নাইম বেপারি (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার সাথে একটি মোবাইল সেট একটি টর্চ লাইট এক টুকরা ব্লেড ও একটি প্লাস্টিকের বোতল পাওয়া গেছে। সে ব্যাটলিয়ান আনসার সদস্য মোঃ রুহুল আমিন বেপারির ছোট ছেলে। নাঈম পেশায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানাগেছে, নিহত নাইম বেপারি প্রতি দিনের ন্যায় শুক্রবার রাতে স্থানীয় পশারিবুনিয়া বাজারের ক্লাব থেকে টেলিভিশনে খেলা দেখে রাতে বাড়ি আর ফিরে নাই। আজ শনিবার সকালে তার মা মুকুল বেগম একই এলাকার এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় নিজ বসত বাড়ির অদুরে ধান চাষের মাঠের এক কোনায় গাছের নিছে ছেলের লাশ দেখতে পেয়ে ডাক-চিৎকার দিলে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন। স্থানীয়রা থানা পুলিশে খবর দিলে ভান্ডারিয়া থানার ওসি মাছুমুর রহমান বিশ্বাস ফোর্স নিয়ে লাশ উদ্ধার করে দুপুরে ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠিয়ে দিয়েছেন।
এমইউআর
