ঢাকা শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

Motobad news

ভান্ডারিয়ায় যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা, আটক ২

ভান্ডারিয়ায় যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা, আটক ২
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের ভান্ডারিয়ায় উজেলার ৫নং ধাওয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা নাঈম বেপারী নামের এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। শনিবার রাতে মৃতের মা মুকুল বেগম বাদি হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে এ মামলা দায়ের করেন বলে জানান থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস।

তিনি আরো জানান এ ব্যপারে প্রাথমিক জিজ্ঞাসা বাদের জন্য আটককৃত মিজান (২৫) ও রিফাত(২১) নামের দুই যুবককে আজ রোববার দুপুরে পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। মিজান ঐ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দিনমুজর আশ্রাব আলীর পাল্লক ছেলে এবং  রিফাত একই এলাকার মো. আনিসুর রহমান হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানাগেছে, আটককৃতদের মধ্যে রিফাতকে শনিবার সকালে নাঈমের মৃতদেহ উদ্ধারের সময়ই আটক করে পুলিশ।  শনিবার রাতে থানা পুলিশের উপস্থিতিতে র‌্যাব-৮ বরিশালের একটি টিম একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার মামুনুর রশিদ এর ক্লাবের সিসি টিভি ফুটেজ যাচাই বাছাই করে মিজানের উপস্থিতি থাকার  সম্পৃক্ততা দেখে রাতেই তাকে আটক করা হয়। ঐ ক্লাবে বসেই শুক্রবার রাতে বিপিএল এর ফাইনাল খেলা দেখছিল মৃত নাঈম সহ অন্যরা। খোঁজ খবর নিয়ে আরো জানা যায়, মৃত নাঈমসহ ঐ ক্লাবের কিছু যুবক দীর্ঘদিন ধরে মাদক সেবন ছাড়াও মাদক  বিক্রির সাথে জড়িত ।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন