ঢাকা শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

Motobad news

ইন্দুরকানীতে ডাকাতির সরঞ্জাম ও প্রাইভেটকারসহ ২ জন আটক

ইন্দুরকানীতে ডাকাতির সরঞ্জাম ও প্রাইভেটকারসহ ২ জন আটক
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের ইন্দুরকানীতে  সড়ক পথে ডাকাতির ৩২ ধরণের সরঞ্জাম সহ ডাকাত চক্রের ২ সদস্য ও একটি প্রাইভেটকার আটক করেছে পুলিশ। আটক দুই সদস্য কে রোববার ইন্দুরকানী থানার  ডাকাতি মামলায়  আটক দেখিয়ে আদাতে পাঠানো হয়েছে।  গত শুক্রবার  রাতে  ইন্দুরকানী থানা পুলিশের স্পেশাল টিম উপজেলার টগড়া ফেরীঘাট এলাকার মহাসড়কে একটি প্রাইভেটকার সহ দুই জন কে আটক করে। তাদের কাছে মহাসড়কে ডাকাতি করার ৩২ প্রকার সরঞ্জাম পাওয়ায় যায়।


সরঞ্জামের মধ্যে সড়কে গাড়ী আটকানোর জন্য রগ, চাকু, স্কু-ড্রাইভার, রশি,টেপ সহ বিভিন্ন সামগ্রী রয়েছে। আটকৃতরা হল বাগেরহাট জেলার মোংলা উপজেলার তছলিম আকনের ছেলে আলম আকন (৩৫),  এবং গাড়ীর ড্রাইভার খুলনার দাকোপ উপজেলার কালিকাঠি গ্রামের সমসের  শেখের ছেলে শাহীনুর আলম শেখ (৩৪)।

থানা সূত্রে জানা যায়,  দীর্ঘদিন ধরে বাগেরহাট - পিরোজপুর - মঠবাড়িয়া মহাসড়কে একটি সংঘবদ্ধ ডাকাতচক্র ডাকাতি করার সব সরঞ্জাম নিয়ে গাড়ী আটকিয়ে ডাকাতি করে আসছে। এমনকি গাড়ী ও ছিনিয়ে নেয় তারা। শুক্রবার রাতে ৫ সদস্যের একটি  ডাকাত দল প্রাইভেটকার নিয়ে ইন্দুরকানী উপজেলার  টগড়া ফেরিঘাট এলাকায় মহসড়কে  আবস্থান করছিল । এ সময় পুলিশের টের পেয়ে ৩ জন পালিয়ে যায়। প্রাইভেট কার সহ অন্য দুইজনকে আটক করে পুলিশ। তবে অন্য  ৩ জনকে ও গ্রেফতারের অভিযান চলছে।

ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক জানান, শুক্রবার  রাতে থানার বিশেষ টহল টিমের হাতে মহসড়কে ডাকাতি করার ৩২ ধরণের সরঞ্জাম সহ দুইজন কে আটক  তারা করা হয়।  রোববার আটকৃত দুইজনকে ইন্দুরকানী থানায় দায়েরকৃত মামলায় আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন