ইন্দুরকানীতে মহান ২১শে ফেব্রুয়ারী পালিত


ইন্দুরকানীতে মহান ২১শে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন করা হয়েছে। আজ সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে রাত ১২.০১ মিনিটে শহীদ মিনারে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, ইন্দুরকানী থানা, উপজেলা আ’লীগ ও এর অংগ সংগঠন, উপজেলা জাতীয় পার্টি জেপি, ইন্দুকানী প্রেসক্লাব, রিপোটার্স ইউনিটি, ইন্দুরকানী কলেজ সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেছা খানমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ্যাড. এম মতিউর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রুহুল আমিন বাগা, মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা নাহার, ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ সেলিম হাওলাদার, পাড়েরহাট ইউপি চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান শাওন তালুকদার, পত্তাশী ইউপি চেয়ারম্যান মোঃ শাহীন হাওলাদার, ইন্দুরকানী সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন, বালিপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ কবির হোসেন বয়াতী, ইন্দুরকানী কলেজের সহযোগী অধ্যাপক মোঃ জাকারিয়া হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক মাতুব্বর, সাধারণ সম্পাদক মোঃ শাহীন গাজী, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ আতিকুর রহমান সগির, সাধারণ সম্পাদক মোঃ ইস্রাফিল নেওয়াজ প্রমুখ।
অপরদিকে উপজেলা বিএনপি ও এর অংগ সংগঠন ইন্দুরকানী মেহেউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া কলেজ, স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে রচন ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
এমইউআর
