ঢাকা রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

Motobad news

‘বঙ্গবন্ধুই বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক’ 

‘বঙ্গবন্ধুই বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক’ 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী   শ.ম রেজাউল করিম বলেন ‘ বঙ্গবন্ধুর জন্যই আমরা স্বাধীনতা পেয়েছি। তার জন্ম না হলে হলে এ দেশ স্বাধীন হতো না। তিনিই নেতৃত্ব দিয়ে দেশটি স্বাধীন করেছিলেন। তিনিই বালাদেশের স্বাধীনতার মহানায়ক। তার মতো মহানায়ক পেয়ে আমরা আজ গর্বিত’।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) সকালে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ডিগ্রী কলেজে ‘বঙ্গবন্ধু স্মৃতি মঞ্চ’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্যকালে তিনি এ কথা বলেন। নাজিরপুর উপজেলা  নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল সাদিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মাটিভাঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আব্দুস সালাম, ছাত্রলীগের কেন্দ্রীয়  সহসম্পাদক মো. সাইফ প্রমুখ।

জানা গেছে, ১৯৭০ সালের নির্বাচন কালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর  রহমান জেলার নাজিরপুরের মাটিভাঙ্গা ডিগ্রী কলেজে একটি জনসভা করেন। এ সময় যেখানে তার জনসভার মঞ্চ করা হয়েছিলো সেখানেই তার স্মৃতি হিসাবে ‘বঙ্গবন্ধু স্মৃতি মঞ্চ’ তেরী স্থাপন করা হয়েছে।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন