ঢাকা রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

Motobad news

 ইন্দুরকানীতে নব নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা

 ইন্দুরকানীতে নব নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে সাতটায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নেসা খানমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিরোজপুর- ২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু।

এছাড়াও উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো: মহিউদ্দিন মহারাজ, ইন্দুরকানী উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এম মতিউর রহমান, ওসি মোঃ এনামুল হক, বালিপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ কবির হোসেন, পত্তাশী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহিন হাওলাদার, পাড়েরহাট ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান শাওন, ইন্দুরকানী ইউপি চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন, ইউপি সদস্য রফিকুল ইসলাম, আসমা বেগম প্রমুখ।

সভায় ইন্দুরকানী উপজেলার ৫টি ইউনিয়নের ৬৫ জন জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। এসময় নির্বাচিত জনপ্রতিনিধিরা ফুল দিয়ে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে শুভেচ্ছা জানান।

জনপ্রতিনিধিরা কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এ উপজেলার পাঁচটি ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট আসনের এমপি সহ সবাইকে ধন্যবাদ জানান। এসময়  ইন্দুরকানী উপজেলাকে উন্নয়নের মাধ্যমে একটি মডেল উপজেলা গড়ে তোলার জন্য সব রকম সার্বিক সহযোগিতার দাবি জানান তারা।

আনোয়ার হোসেন মঞ্জু বলেন, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের জনগণের কাছে অনেক দায়বদ্ধতা থাকে। জবাবদিহিতা ও স্বচ্ছতা নিয়ে সবাইকে এলাকার জন্য কাজ করতে হবে।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন