ইন্দুরকানী প্রেসক্লাবের নবনির্মিত ভবন উদ্ধোধন

যত বাধা আসুক সাংবাদিকদের বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। সাংবাদিকদের সব সময় দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। এখনও মানুষের আশ্রয়স্থল সাংবাদিক। বৃহস্পতিবার সন্ধ্যায় পিরোজপুরের ইন্দুরকানী প্রেসক্লাবের নবনির্মিত ভবন উদ্ধোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পিরোজপুর - ২ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী ও সাবেক ঢাকা জাতীয় প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু ।
প্রেস ক্লাবের সভাপতি আজাদ হোসেন বাচ্চুর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, উপজেলা চেয়ারম্যান এ্যাড. এম,মতিউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নেসা খানম, পিরোজপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি নাসিম আলী, ইন্দুরকানী প্রেসক্লাবের সাবেক সভাপতি এইচ, এম, ফারুক হোসাইন, এম, আহসানুল ছগির প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন ইন্দুরকানী থানার ওসি এনামুল হক, পত্তাশী ইউপি চেয়ারম্যান শাহীন হাওলাদার, পড়েরহাট ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান শাওন, ইন্দুরকানী সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করীম ইমন তালুকদার প্রমূখ।
এমইউআর