ঢাকা রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

Motobad news

ইন্দুরকানীতে জীবনযাত্রার মানোন্নয়নে অবহিতকরণ সভা

ইন্দুরকানীতে জীবনযাত্রার মানোন্নয়নে অবহিতকরণ সভা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের ইন্দুরকানীতে অর্থ মন্ত্রণালয় অধীন এসডিএফের আরইএলআই প্রজেক্টের উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে এসডিএফের অবহিতকরণ সভায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মৌসুমী নাসরিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. এম মতিউর রহমান, বিশেষ অতিথি এসডিএফের বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক মোঃ মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান রুহুল আমিন বাঘা, নারী ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন, অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক, পত্তাশী ইউপি চেয়ারম্যান শাহীন হাওলাদার, পাড়েরহাট ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান শাওন, ইন্দুরকানী ইউপি চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও সাংবাদিকবৃন্দ প্রমুখ।

অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন এসডিএফের জেলা ব্যবস্থাপক হাফিজ আল মামুন, আঞ্চলিক ব্যবস্থাপক অরুন কুমার মন্ডল। অনুষ্ঠানটি সঞ্চালন করেন বরিশাল আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলাম খান (রাজা)।

অবহিতকরণ সভায় জানানো হয়, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় পাঁচ বছর মেয়াদী এ প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে এলাকার দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মানের সহনশীলতা বৃদ্ধি ও গ্রামীন উদ্যোক্তা তৈরী করা। পিরোজপুর জেলা সহ দেশের ২০টি জেলার তিন হাজার দুইশতটি গ্রামে ১২৮ টি ক্লাষ্টারর অধীনে ২০২১ সাল থেকে জুন ২০২৬ সাল পর্যন্ত এ প্রকল্পের কাজ চলবে।

অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন অলাভজনক ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর রেজলিয়েন্স এ্যান্ড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রজেক্টেরে আওতায় উপজেলার ৩টি ইউনিয়নের ২৫ টি গ্রামে এ প্রকল্পের কাজ চলবে।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন