ঢাকা রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

Motobad news

ভান্ডারিয়ায় ১৪বছর পর মাকে খুঁজে পেল সন্তানরা

ভান্ডারিয়ায় ১৪বছর পর মাকে খুঁজে পেল সন্তানরা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সংবাদ প্রকাশের পর দীর্ঘ ১৪বছর পর মাকে খুঁজে পেল সন্তানরা। গত ১৯ফেব্রুয়ারি শুক্রবার জাতীয় দৈনিকের অনলাইনে“বৃদ্ধার চোখে স্বজনদের কাছে ফেরার আকুতি”শিরোনামে একটি সংবাদ প্রকাশের পর সেটি শেয়ার করা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে। ঐ সংবাদটি নজরে আসে বৃদ্ধার নাতীন জামাই মো. সানোয়ার হোসেনের। সংবাদের ছবি এবং তথ্যের মিল থাকায় নাতীন জামাই সানোয়ার তার এক সময়ের সিনিয়র অফিসার বর্তমানে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা এল.জি.ই.ডি’র উপ-সহকারী প্রকৌশলী মো. শফিকুজ্জামানের সাথে মুঠো ফোনে আলাপ করে।

উপ-সহকারী প্রকৌশলী মো. শফিকুজ্জামান জানান,তিনি যখন রাজশাহিতে চারুরী করত তখন সানোয়ার তারই দপ্তরের ওয়ার্ক এসিস্ট্যান্ট পদে চাকুরি করতেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে ঐ সংবাদ ও ছবির তথ্যের বিস্তারিত বিবরণ শুনে আমি (শফিকুজ্জামান) উপজেলার ইকড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হুমায়উন কবিরের সাথে যোগাযোগ করে সানোয়ার কে জানানোর পর ৯০বছর বয়সী ঐবৃদ্ধার আইনুল ইসলাম,বোরহান উদ্দিন, মনোয়ার হোসেন নামের তিন ছেলে এবং বড় ছেলের বড় ছেলে হৃদয় আহমেদ তাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য রবিবার রাতে ভা-ারিয়া আসে এবং আমার বাসায় (শফিকুজ্জামান) থাকে।


সোমবার(২৮ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে বৃদ্ধার আশ্রয়স্থলে গেলে বৃদ্ধা তার নাতী(যার আশ্রয়ে ছিল) হেদায়েতুল ইসলাম হিদুকে ছেড়ে কোন ভাবেই যেতে চাইছিল না। এদিকে দীর্ঘ ১৪বছর পর মাকে ফিরে পেয়ে আবেকআপ্লুত হয়ে হিদু সহ গণমাধ্যম কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান সন্তানরা।

এসময় সন্তানরা মাত্র তিন মাস পূর্বে ১১৫বছর বয়সী মারা যাওয়া বাবা মহারাজের খবরটিও দেননি। স্বামীর মৃত্যুর সইতে না পেরে যদি স্বজনদের কাছে ফিরে না যায় মা! এমনিতেই পাতানো নাতী হিদুকে ছাড়া যেতেই চাইছিলানা বৃদ্ধা রাবেয়া। পরে উপ-সহকারী প্রকৌশলী মো. শফিকুজ্জামানের সহোযোগিতায় ভান্ডারিয়া থেকে ১৪হাজার টাকায় একটি মাইক্রো ভাড়া করে নিজ ঠিকানা রাজশাহির নাটর সদর উপজেলার দিঘাপাতিয়া ইউনিয়নের ইসলাবাড়ী খমার গ্রামে নিয়ে যায়।

অপরদিকে দীর্ঘ ১৪বছর ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের বোথলা বাজারের মুদি ব্যবসায়ী মো. হেদায়েতুল ইসলাম আকন (হিদু)’র আশ্রয়ে থাকা বৃদ্ধা রাবেয়া নিজ ঠিকানায় পৌঁছানোর খবর ছড়িয়ে পরলে তা দেখতে কয়েকশত নারী-পুরুষ উৎসুক জনতা ভিড় জমায়। দীর্ঘদিন  মায়ের সেবা করে আশ্রয় দেয়ার জন্য মুদি দোকানী হিদু এবং সাংবাদিকদের প্রতিও কৃতজ্ঞতা জানান ছেলেরা। এসময় তারা জানান গত ১৪ বছর ধরে মাকে আত্মীয়-স্বজন ছাড়া এমন কোন যায়গা নাই যে না খুঁজেছি! না পেয়ে এক সময় হতাশ হয়ে বাদ দিয়ে দেই খোঁজা! আল্লাহর কাছে শুকুরিয়া যে আপনাদের মাধ্যমে খুঁেজ পেলাম।
     

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন