ঢাকা রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

Motobad news

মঠবাড়িয়ায় জাতীয় দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মঠবাড়িয়ায় জাতীয় দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যদায় পালনের লক্ষে প্রস্তুতি সভা হয়েছে। বুধবার সকালে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা প্রশাসন শহীদ মাখন লাল দাস মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেন।

সভায় উপজেলা নির্বার্হী কর্মকর্তা ঊর্মি ভৌমিক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশণার (ভমি) সাখাওয়াত জামিল সৈকত, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডাঃ ফেরদৌস, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ আজীম উল হক, বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক খান মজনু, শরীফ মো. আলমগীর হোসেন, মো. হাবীবুর রহমান শরীফ, মো. বেলায়েত হোসেন, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ মো. জসীম, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সোহেল আহম্মেদসহ বিভিন্ন সরকারি অফিস প্রধানগণ ও গণমাধ্যম কর্মিরা।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন