মঠবাড়িয়ায় দৈনিক সময়ের আলো পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

জাতীয় দৈনিক সময়ের আলো পত্রিকার ৩ বছর পূর্তিতে পিরোজপুরের মঠবাড়িয়ায় র্যালি ও কেঁক কাঁটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুপ্তপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এতে প্রধান অতিখি ছিলেন, উপজেলা নির্বার্হী কর্মকর্তা ঊর্মি ভৌমিক। এসময় আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক খান মজনু, শরীফ মো. আলমগীর হোসেন, মো. হাবীবুর রহমান শরীফ, মো. বেলায়েত হোসেন, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সোহেল আহম্মেদ, সাংবাদিক আবদুস সালাম আজাদী, দৈনিক সময়ের আলো পত্রিকার পাঠক ফোরামের সভাপতি জুলফিকার আমীন সোহেল, সাধারণ সম্পাদক নাসির জমাদ্দার, সাংগঠনিক সম্পাদক আসলাম জমাদ্দার, সদস্য রুম্মান হাওলাদার, দৈনিক সময়ের আলো পত্রিকার মঠবাড়িয়া প্রতিনিধি আবুল কালাম আজাদ প্রমূখ।
এমইউআর